বাঙালী জাতির পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গা থেকে শুরু করে স্বাধীনতা অর্জনের গল্প পর্যন্ত মিশ্রিত ছাত্রলীগের সমৃদ্ধ ইতিহাস। শুরুতে পথ এতটা মসৃণ না হলেও সময়ের পরিক্রমায় কোটি তরুণের স্বপ্নের সমান উঁচুতে এখন ছাত্রলীগ।
দেওয়ান সাবাব এমন ঐতিহ্য বহন করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক পদবী লাভ করে নেত্রকোণা বাসীকে গর্বিত করেছেন বলে মনে করেন জেলা যুবলীগ এর সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির।
তিনি জানান, প্রতিযোগিতামূলক রাজনীতিতে ছাত্রলীগের পদবী পাওয়া সহজলভ্য বিষয় নয়। টানা ১৪ বছর ক্ষমতায় থাকার ফলে ছাত্রলীগের কদর এখন আকাশচুম্বী। অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ছাত্রলীগ কর্মীদের টিকে থাকতে হয়। আশা করি সে অনেক দূর এগিয়ে যাবে।
দেওয়ান সাবাব কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই তার নিজ জেলা নেত্রকোণায় বইছে আনন্দের সুবাতাস। ক্ষণে ক্ষণে বসত বাড়িতেও আগমন ঘটছে উৎসুক জনতার।
আশিক ঘোষ নামের একজন ব্যবসায়ী বলেন, আমরা নেত্রকোণাবাসী সাবাবকে দেখার অপেক্ষায় আছি। সে আমাদের গর্বিত করেছে। এমন সন্তানকে সম্মানিত করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা তাকে বরণ করে নিতে প্রস্তুত।
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য অনিক চক্রবর্তী বলেন, সাবাবের মতো মেধাবীদেরকে জায়গা করে দিতে হবে। যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। রাজনীতি প্রকৃত অর্থেই মেধাবীদের জন্য।
বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক দেওয়ান সাবাব’র মতে কঠোর অধ্যবসায়ের ফল স্বরুপ এই পদ কপালে জুটেছে। তিনি জানান, চলার পথে যাদের সহযোগিতা পেয়েছি তাদের প্রতি আমি ঋণী। দায়িত্ব অনেক গুন বেড়ে গেলো, আশা করছি দ্বাদশ সংসদ নির্বাচনে আ.লীগকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে ছাত্রলীগের হয়ে ভূমিকা রাখতে পারবো।
নেত্রকোনা জেলা ছাত্রলীগ এর সভাপতি রবিউল আওয়াল শাওন জানান, সাবাব আমার এলাকার ছেলে। শৈশব থেকেই সে ছাত্রলীগ এর রাজনীতির সাথে জড়িত। কেন্দ্রীয় ছাত্রলীগ এর সহ-সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা জেলা ছাত্রলীগ আনন্দিত।
উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবাব এর আগে বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সম্পাদক’র দায়িত্ব পালন করেছিলেন।