ময়মনসিংহ :: ময়মনসিংহের তারাকান্দায় উপজেলায় কামারিয়া ইউনিয়নে কোদালিয়া এলাকায়ভূমিদস্যু সন্ত্রাসী আব্দুলহাই, মোশারফ, শরিফুল, মাইনুদ্দিন, এর বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদি মানববন্ধন করেন অত্র এলাকা বাসি। মানববন্ধনে অনেকেই বক্তব্য রাখেন।
বক্তব্যে এলাকার জনসাধারণ বলেন, ভুক্তভোগী এরশাদ মিয়া খুবই ভালো মানুষ এবং সহজ সরল। এরশাদ মিয়া ৩ শতাংশ ৭০. জমি কিনেন জমির মালিক এর কাছ থেকে।এবং জমি টুকু এরশাদ মিয়া খারিজ করে নেন। কিন্তুভূমিদস্যু সন্ত্রাসীরা ঐ জমিটুকু,তাদের দখলে নিয়ে নেন। এর পর এরশাদ মিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে বিষয়টা জানান।চেয়ারম্যান সাহেব বিষয়টি মীমাংসা করে দিয়ে যান।ভূমিদস্যু স্নত্রাস এরা চেয়ারম্যান সাহেবের কথা রাখেননি।। অই জমিতে উচু করে বেরা দিয়া দেয় তার পর এরসাদ মিয়া মামলা করেন থানাই।।পুলিশ এশে না করা সথে ভূমিদস্যু রা কথা মানে নাই আরো বলেন মামলা ১০ টা করলে হাল ছারবো না ডা,বলম নিয়া রাস্তাই বকা দেয় মারারি করার জন্য এখন এরসাদ মিয়া নির উপাই সে তার সটিক বিচার চায়।