ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এস আই আনোয়ার হোসেন বাবলু একটি প্রইভেটকার চুরি হওয়ার পর তার রহস্য উদঘাটন করে সকল চোরদের গ্রেফতার করে চোরাইকৃত প্রাইভেটকারটিও উদ্ধার করেছেন।পুলিশী এই চমৎকার সফলতায় সাধারন মানুষের মাঝে কোতোয়ালী মডেল থানা পুলিশের প্রতি আস্থা আরো একধাপ বেড়ে গেলো।
গত ২৯ জুলাই যাত্রীবেশে একদল চোর গাড়ীটি ভাড়া করে নিয়ে গাজীপুর শিববাড়ীর মোড়ের উদ্দেশ্যে রওনা হইয়া গাজীপুর জাতীয় উদ্যান পাকা রাস্তার পাশে গাড়ীর ড্রাইভার মানিক মিয়া (৩৫) কে গলায় গামছা পেচাইয়া ফেলে দিয়া গাড়ী নিয়া চলে যায়ে। এ ব্যপারে কোতোয়ালী মডেল থানায় মামলা নং ১(৮)২০২২ দায়ের হয়।মামলাটি তদন্ত করার দায়িত্বপান এস আই আনোয়ার হোসেন বাবলু। বেশ কিছু সময় প্রকাশ্যে গোপনে তদন্ত করে মূল আসামী সনাক্ত করে দফায় দফায় অভিযান চালিয়ে ৬ জন গ্রেফতারকে গ্রেফতার করেন।চোর মো: নাজমুল ওরফে লিয়াকত (৪০) গ্রেফতার করেই ২১ অক্টোবর রাত অনুমান ০১.১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর থানাধীন নয়ামাটি এলাকা হইতে এবং শাকিল হাসান (২৪), রানা (২৯) ও সোহাগ মিয়া (৩৪), ডিএমপি’র দক্ষিনখান এলাকা থেকে গ্রেফতার করেন। ধারাবাহিক অভিযানে ভালুকা থেকে গোলাম রব্বানী ওরফে কবির (৩০)কে গ্রেফতার করেন। একটানা অভিযানে পুলিশ টিমের নাওয়া খাওয়া যেন হারাম হয়ে গেছিলো।ধাপে ধাপে অভিযানের সফলতা তাদের মনোবলকে বাড়িয়ে দিয়েছিল।
এস আই আনোয়ার হোসেন চোরদের গ্রেফতারের পর চোরাই গাড়ী বিক্রীর ১০ হাজার টাকা উদ্ধার করেন।আসামীদের কর্টো সোপর্দ করেন।