ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দুলালবাড়ী এলাকায়, ফিসারীতে যানচলাচলের রাস্তা, জোরপূর্বক লোহার গেইট তৈরী করে বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে । জানা গেছে, রিয়েল ফাইভার নামক কোম্পানির পূর্ব পাশে, ১০ একর জমিতে থাকা ফিশারী, মাছ চাষের জন্যে ভাড়া নেন মোঃ আব্দুর রশিদ।
সেই সাথে রিয়েল ফাইভার নামক কোম্পানির উত্তর পাশে,ফিসারীতে মানুষ সহ যানবাহন চলাচলের যে রাস্তাটি রয়েছে, সেটিও ১০ বছরের জন্য ভাড়া নেন মোঃ আব্দুর রশিদ। অভিযোগে প্রকাশ, গত ১ বছর পূর্বে অভিযোক্ত আবু নোমান, মোঃ আব্দুর রশিদের ভাড়া নেয়া ফিসারীতে মানুষ সহ যানচলাচলের রাস্তাটি ক্রয় করেন। এবং রাস্তার দুই পাশে লোহার গেইট তৈরী করে জোরপূর্বক রাস্তা বন্ধ করে দেয়।বিষয়টি নিয়ে বিরোধের জেরে,অভিযোক্ত আবু নোমান নানাভাবে অন্যায় অত্যাচার সহ বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন, অভিযোগকারী মোঃ আব্দুর রশিদ। শুধু তাই নয়, মোঃ আব্দুর রশিদ গত ১৫/১০/২০২২ তারিখ বিকেলে রিয়েল ফাইভার নামক কোম্পানির উত্তর পাশে, অবৈধভাবে নির্মিত রাস্তার দু পাশের গেইট খোলে দিতে অনুরোধ করলে অভিযোক্ত আবু নোমান স্হানীয় এলাকাবাসীর সামনে, অকথ্য ভাষায় গালিগালাজ,সহ খুন, জখমের ভয়ভীতি প্রদর্শন করেন বলে জানান মোঃ আব্দুর রশিদ। অভিযোগে আরও প্রকাশ, অভিযোক্ত আবু নোমান তার কোম্পানি সংলগ্ন, মোঃ আব্দুর রশিদের ক্রয়কৃত জমি, তার নিকট বিক্রি করতে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে বলে জানা গেছে। কিন্তু আবু নোমানের কথামত জমি বিক্রি না করায়,ফিসারীতে যানচলাচলের রাস্তাটি লোহার গেইট তৈরী করে অবৈধভাবে বন্ধ করে দেন অভিযুক্ত আবু নোমান। যদিও ১০ বছর মেয়াদে, লিখিতভাবে রাস্তাটি ভাড়া নেন মোঃ আব্দুর রশিদ। এমন পরিস্থিতিতে ফিসারী ব্যবসায়, ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার মোঃ আব্দুর রশিদ। এ বিষয়ে আবু নোমান অভিযোগ অস্বীকার করে জানান, আমার ক্রয়কৃত জায়গায় আমি গেইট করেছি।
অভিযোগের বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।