স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, শিক্ষা নগরী মমনসিংহের আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, মাদক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা’র নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা বেগম রোকেয়া প্রশিক্ষন কেন্দ্রের সামনে থেকে মাদক মামলার আসামী আল আমিনকে গাজাসহ গ্রেফতার করে। এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম আকুয়া এলাকা থেকে চুরি মামলায় আসামী ইদ্রিস আলী, এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম গাঙ্গীনারপাড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী লিটন চন্দ্র সাহা, মোঃ হৃদয়কে গ্রেফতার করে।
এছাড়া এসআই শাহজালাল, মেহেদী হাসান, ভানভীর আহম্মেদ সিদ্দিকী, ফারুক আহম্মেদ পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত চার পলাতককে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সোহাগ, নাইমুল ইসলাম নাঈম, সুইটি আক্তার ছোটন ও আঃ রফিক রতন। তাদেরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এ অভযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।