স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শুক্রবার এসআইরেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ নেগরীর চরকালিবাড়ী থেকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জামাল কোম্পানী এবং এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর কেওয়াটখালী থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ আলোচিত মাদক ব্যবসায়ী ময়না বেগমকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।