স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জাতীয় সংবিধান দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক । প্রধান অতিথির বক্তৃতায় বলেন গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, ১৯৭২ সালের আজকের এইদিনে (৪ নভেম্বর) বাংলাদেশের সংবিধান প্রণয়ণ হয় এবং ঐ বছরের বিজয়ের দিনে ১৬ ডিসেম্বর সংবিধানের কার্যক্রম শুরু শুরু হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংবিধান অক্ষুন্ন রেখে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন সংবিধান-ই রাষ্ট্রের মুল আইন।