ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ অভিযান চালিয়ে ২ টি অটোবাইক উদ্ধারসহ ৪ চোরকে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, এসআই(নিঃ) মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা সাকিনস্থ মাল্টিপ্ল্যান মডেল টাউন আবাসিক প্রকল্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে ০২ নভেম্বর ২০২২, সন্ধা ৭.৫৫ টায় ২টি ইজিবাইক/অটোরিক্সা উদ্ধারসহ চোর চক্রের সদস্য মোঃ রাফি ওরফে রাফিক (২৭), মোঃ আলমগীর হোসেন ওরফে শাহীন আলম (২৬), সবুজ (২২), ও বাবুল হোসেন (২৪), ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আসামীদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।