ময়মনসিংহের ডিবি ডাকাতির প্রস্তুতি কালে সাহেব কাচারী এলাকার ইটভাটা সংলগ্ন হতে দেশীয় অস্রসহ ৫ ডাকাত গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন রাজগঞ্জ (সাহেব কাচারী) মোঃ সাইদুর রহমান (৫০) এর ইটভাটা সংলগ্ন মোঃ মালেক (৪৫), পিতা-মৃত সাবেদ আলী এর ৩ ফুট বাউন্ডারী করা ফাঁকা জায়গায় অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহন করিয়া ডাকাতদল সমবেত হওয়ার সংবাদে অভিযান পরিচালনা করে ০৩ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ রাত ০১.৪৫ ঘটিকায় ঘটনাস্থল হতে ১টি কাটার, ১টি কাওয়াল, ১টি মাথা কাটা দা, ২টি চাকু উদ্ধারসহ ডাকাত দলের সক্রিয় সদস্য এনামুল (৩০), পিপুল (২২), মোঃ জুয়েল মিয়া (২৬), লায়ন মিয়া (২১), ও দ্বীন ইসলাম (২৩),নেত্রকোনাদের গ্রেফতার করা হয়। ডাকাত দলের ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি গ্রহন করিয়া সমবেত হওয়ার ও আসামীদের নিকট হইতে অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা রুজুর জন্য পৃথক ২টি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামীদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।