ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার এস আই আব্দুল জলির সঙ্গীয় পুলিশ নিয়ে শহরের বাকৃবি শেষ মোড়ে অভিযান চালিয়ে এগারোশ ইয়াবা টেবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদক পরিবহনের দায়ে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন বাকৃবি শেষ মোড় মুন্না গ্লাস হাউজের সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে ০৩ নভেম্বর ২০২২ রাত ৯টা.৪৫ ঘটিকায় ১,১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি NOAH মাইক্রোসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আজিজ (২৪), সামচুল আলম (২৪), ও নাসির উদ্দিন (৪৮), চট্টগ্রামদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।