কলমাকান্দায় ১৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ সহ, তিনজনকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। সোমবার দিবাগত রাত এগারোটার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোষ্ট বসিয়ে ১৪ বোতল মদ ও একটি প্রাইভেটকার সহ ৩ জনকে আটক করা হয়।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুল আহাদ খান নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।