ময়মনসিংহের ছোট বাজার অগ্রণী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে যাওয়ার পথে এক প্রতারক কৌশলে ব্যবসায়ীর টাকা লুটে নিয়েছে। বুধবার দুপুরে প্রতারক ব্যবসায়ীর ৪ লাখ টাকা কেড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঐ ব্যবসায়ী ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকার সার ব্যাবসায়ী শামসু ডিলার বলে জানা গেছে।
ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকার সার ব্যাবসায়ী শামসু ডিলারের বুধবার দুপুরের দিকে নগরীর ছোট বাজারের অগ্রনী ব্যাংক থেকে টাকা উত্তলন করে বের হয়ে যাওয়ার সময় এক প্রতারক তার পিছু নেয়। ঐ প্রতারক পিছন থেকে ব্যবসায়ীর শরীরে রং ছিটিয়ে দিয়ে তাকে ব্যাতিব্যস্ত করে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে নেয়। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এটি কোন ছিনতাই নয়। প্রতারক সম্পুর্ণ বোকা বানিয়ে কৌশলে এই টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং খোজ খবর নেয়। আশপাশ এলাকার সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চেষ্ঠা চলছে দ্রুতততম সময়ে প্রতারককে গ্রেফতার করা সম্ভব হবে। এ ব্যাপারে ঐ ব্যবসায়ী কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করবেন বলেজানা গেছে।