ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৯ নভেম্বর ০৭ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন ভাটিকাশর এলাকা হইতে অপহরন মামলায় আসামী রাজিম ওরফে উসমান গনি (২০) ও মাজহারুল ইসলাম জেলা-নারায়নগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ট্রাফিক বক্সের সামনে হতে ডাকাতির চেস্টা পুরাতন মামলায় আসামী মোঃ ইমরান মিয়া (২২) কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া এসআই(নিঃ) আবুল কাশেম ও আনিছুর রহমান ০২টি জিআর বডি এবং এসআই(নিঃ) আল মামুন ০১টি সিআর বডি তামিল করেন।
এএসআই(নিঃ) আমিরুল ইসলাম ০১টি সাজা সিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় মেরাজ, পিতামৃতঃ আমিনুল ইসলাম, সাং-রাঘবপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ও ইসমাইল খাঁ(৪২), পিতামৃতঃ আঃ কাদির খাঁ, সাং-বোররচর (বোররচর মৃধাপাড়া ডিগ্রীপাড়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করেন।
সিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ আব্দুল হক, পিতামৃতঃ খোমর আলী মুন্সী, সাং-রাঘবপুর বড়ইকান্দি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় মোঃ হারুন অর রশিদ, পিতামৃতঃ মোবারক আলী, সাং-ধোবারচর, থানা ও জেলা-শেরপুর, হাল সাং-আকুয়া মোড়লপাড়া, (মেহরা সাহেবের মসজিদের পিছনে, ৫তলার পিছনে ২য় তলার নিচতলা), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।