অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফারুককে শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন বালিজুরি দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব ১৪ এর আভিযানিক দল।
আজ ১১-১১২২ ইং তারিখ ০০.১০ ঘটিকায় RAB-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানা এর নেতৃত্বে RAB14 এর একটি আভিযানিক দল শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন বালুজুরী দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি এলাকাতে অভিযান পরিচালনা করে একাধিক মামলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফারুককে গ্রেফতার করে। ফারুক আহমেদ (৩৪) ঝিনাইগাতী, জেলা শেরপুর অঞ্চলের ত্রাস বলে জানা গেছে ।
উক্ত আসামীর নিকট হতে দেশীয় তৈরি ০১ টি ওয়ান শুটার গান, ১৩৪ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদ, ২৬৫ পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, নগদ ৪,০০০/-(চার হাজার) টাকা এবং মোবাইল সেট -০২ টি (সিমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদ ও ইয়াবার আনুমানিক মূল্য ১,৪৬,৫০০/-(এক লক্ষ ছেচল্লিশহা হাজার পাঁচশত) টাকা।
উল্লেখ্য যে, ধৃত আসামির বিরুদ্ধে শেরপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।