ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন ৫ নম্বর বিনাউটি ইউনিয়নের চাপিয়া ঈদগাহ মাঠের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. সুজাত মিয়া (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চাপিয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এবং কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল ইসলামের নির্দেশনায় একটি দল এই অভিযানে অংশ নেয়।
আসামির নামে কসবা থানার মাদক আইনে মামলা হয়েছে।