স্টাফ রিপোর্ট, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে অটো বাইক চোর ও মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চোরাই অটো ও এককেজি গাজা উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেফতার করতে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। রবিবার পৃথক অভিযানে অটো চোর ও মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ রাজগঞ্জ (সাহেব কাচারী) বাজার থেকে একটি চোরাই অটোবাইকসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ রাসেল, মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক ও ফারুক মিয়া। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। সোমবার ৩ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
অপরদিকে এসআই রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুরের ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের পাশ থেকে এককেজি গাঁজাসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ স্বপন মিয়া, মোঃ উজ্জল মিয়া ও মোঃ জুয়েল মিয়া। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।