জামালপুর জেলার সদর থানাধীন কানিল রেলগেইট জামে মসজিদের সামনে হতে লক্ষাধিক টাকার গাজাসহ মাদক কারবারি মোঃ সুমন মিয়া @ বাচ্চু কে আটক করেছে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিসি-১(জামালপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল জামালপুর সদর থানাধীন কালিন রেলগেইট জামে মসজিদের পাঁকা রাস্তার উপরে মোঃ সবুজ মিয়া@ বাচ্চু কে *অদ্য ১৬ নভেম্বর আনুমানিক সকাল ০৭:১৫* ঘটিকায় গ্রেফতার করে।
অদ্য ১৬-১১-২২ খ্রিস্টাব্দ তারিখ ০৭:১৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে একটি বিশেষ আভিযানিক দল জামালপুর জেলা সদর থানাধীন রানাগাছা ইউনিয়নের অন্তর্গত কানিল রেলগেইট জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার গাঁজাসহ মাদক কারবারি আটক। গ্রেফতারকৃত আসামি মোঃ সুমন মিয়া@বাচ্চু (২৮), পিতা-মৃত হোসেন আলী, সাং-পূর্বচারাভাঙ্গা (জগদীশপুর), থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ এবং উক্ত আসামী দখল হতে উদ্ধারকৃত একটি ট্রাভেল ব্যাগ ও একটি স্কুল ব্যাগের ভিতরে রক্ষিত ২০ (বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা এবং ০১ (এক)টি মোবাইল সেট (সিমসহ) উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ০৬ (ছয় লক্ষ) টাকা। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে জামালপুর জেলার সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।