স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথকভাবে তাদেরকে গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক অপরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার চেষ্ঠা করে আসছে। এর অংশ হিসেবে মঙ্গলবার রাতে ১৪ জনকে গ্রেফতার করে।
এর এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী পূর্বপাড়া বাকৃবি ১নং গেইট মসজিদের পিছন থেকে মাদক মামলার আসামী চাঁন মিয়া ওরফে কালা ৯০ পিস ইয়াবাসহ, এসআই শাহজালালের নেতৃত্বে একটি টীম আকুয়া মাদ্রাসা কোয়াটার দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে মাদক মামলার আসামী মোঃ আনোয়ার হোসেন, মোঃ মিন্টু মিয়া, দেলোয়ার হোসেনকে ৪শত গ্রাম গাজা ও গাজা বিক্রির টাকাসহ, এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম আকুয়া হাবুন বেপারী মোড় থেকে মাদক মামলার আসামী রবিউল ইসলাম ওরফে রবি, হারুন অর রশিদ (৪০টি নেশাজাতীয় ইনজেকশন ও গাজাসহ, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম রমেশ সেন রোড যৌন পল্লী থেকে মাদক মামলার আসামী শিল্পীকে ৬০ লিটার দেশীয় মদসহ গ্রেফতার করে। এসআই আশরাফুল আলমের নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা থেকে মাদক মামলার আসামী মোঃ আল আমিনকে ১৬ কেজি গাজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়িসহ গ্রেফতার করে। এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন কৃষ্ণচুড়া চত্বর থেকে মাদক মামলার আসামী ফারুক আহম্মেদকে ২০ পিচ ইয়াবাসহ, এসআই শারমিন হাজান শাম্মীর নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ থেকে নারী ও শিশু মামলার আসামী মোঃ কাকন মিয়া, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে চুরি মামালার আসামী রফিকুল ইসলাম, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে অন্যান্য মামলার আসামী ফরহাদ হোসেন বাবু ও মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করে। এছাড়া এএসআই সোহেল রানা পরোয়ানামুলে মোঃ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।