স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি ও উপদেষ্টা মন্ডলীর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাঙ্গামাটিয়ার বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এই সভা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর্জা কামরুজ্জামান দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় এই সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রাঙ্গামাটিয়া ইউনিয়ন ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ ইউনিয়ন। এই ইউনিয়নের রাঙ্গামাটিয়া বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক হানাদারদের সাথে মুক্তিযোদ্ধাগণ সম্মুখ যুদ্ধ করেন। এই যুদ্ধে পাকসেনারা পরাজিত হয়েছে। যুদ্ধে অসংখ্য পাকসেনা মারা গেছেন। পরবর্তীতে পাকসেনারা পুণরায় এসে অসংখ্য নীরিহ মানুষের ঘর বাড়ি আগুনে পুড়িয়ে সর্বশান্ত করেছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ফুলবাড়িয়াতেও গণপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন এডভোকেট রাঙ্গামাটিয়াসহ সকল পর্যায়ে ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের শরুতে। এই নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হলে সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করতে হবে। এজন্য সংগঠনের সংবিধান আরো বেশি করে চর্চা করতে হবে। কার্যকরী এবং বর্ধিত সভা ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে করতে হবে। তাহলে নেতাকর্মীদের মাঝে কর্মতৎপরতা বৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ কমে আসবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা যতক্ষণ ক্ষৃতমায় আছেন ততক্ষণ দেশ ভাল থাকবে। দেশ ভাল থাকলে আপনি আমি সকলেই ভাল থাকবো। এ জন্য নৌকার প্রতি মানুষকে আকৃষ্ট করতে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার আহবান জানিয়ে এডভোকেট ইমদাদুল হক সেলিম আরো বলেন, বিএনপি সরকারের দুঃসাশন এবং লুটপাটের কথা তুলে ধরুণ। জাতীয় পর্যায়ের উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে কি উন্নয়ন হয়েছে তা বেশি বেশি প্রচার করুন। বিএনপি জামাতের উদ্দেশ্য তিনি আরো বলেন, তারা নিজেদের অপরাধ, অপকর্ম চাপা রাখতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এই সব অপতৎপরতা প্রতিহত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পুটিজানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার,
ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুইস সুপ্রভাত জেংচাম, যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, নাওগাও, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাকেশ মল্লিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সাধারন আব্দুস সালাম মাস্টার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এছাড়া সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নবগঠিত কমিটির সদস্য আব্দুল মতিন মাস্টার, সহ সভাপতি শহিদুজ্জামান আকন্দ লালু, সহ সভাপতি সফর আলী, উপদেষ্টা সদস্য মোঃ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ মাস্টার, সেলিম উদ্দিন (অবঃ বিজিবি সদস্য) জসিম উদ্দিন, সাইদুল ইসলাম আকন্দ, শাহাব উদ্দিন চৌধুরী, রুহুল আমিন তালুকদার, রুহুল আমিন, নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি আক্তার, সোহাগ মিয়া, আব্দুল বারেক, এডভোকেট সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ রাঙ্গমাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভায় উপস্থিত হলে ফুল দিয়ে বরণ করা হয়।