নিকলী যাওয়ার পথে সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়ে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত তিন বন্ধ হলো,ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তরকান্দার গ্রামের জয়নাল মিয়ার পুত্র মোঃ রায়হান,রইছ উদ্দিন আমিরের পুত্র মাসুদ রানা ও বওলা গ্রামের জামাল উদ্দিন ফকিরের ছেলে বাবলু ফকির।
বাবলুর ভেঙে গেছে বাম হাত।রায়হান পেয়েছে মাথা ও বুকে প্রচন্ড আঘাত আর মাসুদ রানার হয়েছে মস্তিষ্কের রক্তক্ষরণ তিনজনের মধ্যে মাসুদ রানার অবস্থা আশঙ্কাজনক।