ময়মনসিংহের ফুলপুর উপজেলার মহদীপুর গ্রাম থেকে গত ১৪ নভেম্বর গভীর রাতে তালা ভেঙ্গে ইন্সুরেন্স কর্মকর্তা নোমানের একটি মটরসাইকেল চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র।
ভুক্তভোগী ফুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে চৌকস অফিসার এসআই মুফাখখির ইসলাম চুরির ঘটনার তদন্ত কার্যক্রম এবং প্রযুক্তির সহায়তায় প্রাথমিক ভাবে চুর সনাক্ত করা হয়।পরবর্তীতে অধীকতর তদন্ত এবং শ্বাসরোধ অভিযানের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকা থেকে মটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য ধোবাউড়া এলাকার হুমায়ুনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।চুরি যাওয়া মটরসাইকেলটি উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জনমনে স্বস্তির সঞ্চার হয়েছে।পুলিশের ভূয়সী প্রশংসা করেছে সর্বস্তরের মানুষ।