
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই সভা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লীরা তরফদারের সঞ্চালনায় সভায় বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন পৌরসভার মেয়র, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মিসেস আরজুনা কবীর, ফারজানা শারমীন বিউটি, আছমা উল হোছনা,
মোসাঃ সালমা বেগম, দিলরুবা আক্তার (কাজল), সাধারণ আসনের সদস্য মোঃ জালাল উদ্দিন, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোঃ মেজবাহ উল আলম চৌধুরী, মোহাম্মদ গোলাম সামদানী খান, আব্দুল্লাহ আল মামুন (আরিফ), মোঃ মাহাবুবুল আলম মামুন, ডাঃ মোঃ কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, আবু বকর সিদ্দিক দুলাল সদস্য, মোঃ আবু বক্কর ছিদ্দিক,মোঃ দেলোয়ার হোসেন রিপন উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান বলেন, সকলকে নিয়ে স্বচ্ছতার সাথে জেলা পরিষদ পরিচালনা করবো। এ জন্য সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।