ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে কোতোয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন তাজমহল মোড় ট্রাঙ্কপট্টি সাকিনস্থ ভূমি অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোবারক হোসেন (৩০) ও পারভেজ(৩৫) উভয় সাং-বালিগাও, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ, বিধু কর্মকার(৪৪), পিতামৃতঃ কালাচান কর্মকার, মাতা-আরতি কর্মকার, সাং-কাঞ্চনপুর, থানা-বাসাইল, জেলা-টাঙ্গাইল, এপি সাং-ক্ষিতিশ পালের বাসা, মেছুয়া বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করেন এবং তাহাদর নিকট হতে নিষিদ্ধ মাদক দ্রব্য ভারতীয় ২০(বিশ) বোতল ভারতীয় তৈরী মদ যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে ROYAL STAG, BLENDED WHISKY, NET Quty-750ml, made in india সহ ইংরেজীতে বিভিন্ন লেখা বিদ্যমান, যাহার মোট ওজন (৭৫০X২০)=১৫,০০০ মিঃলিঃ যাহার প্রতিটি বোতল ইনটেক অবস্থায় উদ্ধার করা হয়। উল্লেখিত বিষয়ে কোতোয়ালী থানায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-০২/১২৫৬, তারিখ-০১/১২/২০২২ খ্রিঃ ধারা-৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। মাদক উদ্ধার সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।