ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর শ্রীশ্রী মাদব আশ্রম মন্দিরের রাধাগোবিন্দের দুটি মূর্তি চুরি হয়েছে।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির সভাপতি শ্যামল চক্রবর্তী গোবিন্দ জানান গতকাল বৃহস্পতিবার রাতেও রাধাগোবিন্দের পিতলের মূর্তি দুটি সিংহাসনে ছিল।আজ ভোরে তার মা মন্দিরে প্রবেশ করে দেখেন রাধাগোবিন্দের আসন দুটি খালি পড়ে আছে মুর্তি নেই।