স্টাফ রিপোর্টার, ময়মনসিহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৮ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী ময়নার মোড় এলাকা থেকে ডাকাতির চেষ্টার মামলার আসামী মোঃ রবিন, মোঃ জুয়েল, এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে অন্যান্য মামলার আসামী আঃ খালেককে গ্রেফতার করে।
এছাড়া এসআই জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন-১, টিটু সরকার, অসীম কুমার দাস, আনিছুর রহমান, এএসআই রেজাউল করিম, সোহরাব হোসেন, নুরুজ্জামান, কাজল মিয়া, মাসুম রানা, হযরত আলী, সাত্তার পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত তিনজন ও পরোয়ানাভুক্ত আরো ১২ জনকে গ্রেফতার করেছে।
সাজাপ্রাপ্ত পলাতক আসামীরা হলো, কাশরের আলা উদ্দিন, চরভবানীপুর রিফুজী পাড়ার মোঃ হযরত আলী ও চর নিলক্ষীয়ার (ভাটিপাড়া), মোঃ সাদ্দাম হোসেন (রতন)। এছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্তরা হলো, মোঃ হায়দার আলী ওরফে হাইদু, রাসেল ওরফে নাইম, মোঃ আরমান আলী, মোঃ রাজন মিয়া, মুসে ওরফে মোর্শেদ, গাজী মিয়া, মোঃ আবুল খায়ের, মোঃ নাদিম সাওদাগর, মোঃ নয়ন শেখ, মোঃ জুলহাস উদ্দিন, মোঃ জানে আলম ও মোঃ মুখলেছুর রহমান। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।