১০ই ডিসেম্বর ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ের ধানসিঁড়ি রেস্তোরাঁর ৪ তলায় কনফারেন্স রুমে আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসি,র মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর চৌধুরী মুখ্য নির্বাহী কর্মকর্তা আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পি এল সি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান আমজাদ উপ-ব্যবস্থাপনা পরিচালক আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পি এল সি, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসাইন মানিক হেড অফ ট্রেনিং,আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসি, প্রফেসর ড: আসাদুজ্জামান বাকৃবি, মোঃ সানোয়ার হোসেন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট।
মতবিনিময় সভায় প্রায় ১০০ জন ডেলিকেট উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সহ বক্তারা বক্তব্যে বলেন, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং বৃহত্তর ময়মনসিংহে মিনিমাম দশ হাজার লোকের কর্মসংস্থান তৈরি করতে চান আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পি এল সি কোম্পানি এবং মানব কল্যাণে বীমা সেক্টরের কি কি প্রয়োজনীয়তা আছে এবং মানবের কল্যাণে বিমার সুবিধা গুলো কি তা তুলে ধরেন । প্রত্যেক ডেলিকেট দেরকে রজনীগন্ধা ও গোলাপের স্টিক দিয়ে বরণ করে নেন আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স এর কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসি ময়মনসিংহ বিভাগের জিএম শাহজাহান মল্লিক, সঞ্চালনায় ছিলেন পুষ্টিবিদ আনিসুল ইসলাম এজিএম।
প্রত্যেক ডেলিকেট কে দুপুরের লাঞ্চ করিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।