বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পতœী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেছেন, প্রতিবন্ধি নয়, বিশেষ চাহিদা সম্পন্ন এ সকল মানুষদের প্রতি আন্তরিক হতে হবে। তারা যাতে সমাজের সকল ক্ষেত্রে অবাধ বিচরণ করতে পারে সেই লক্ষে কাজ করতে হবে। সরকার প্রতিবন্ধিদের সুরক্ষায় আইন করেছে। তাদেরকে সকল ধরণের সহায়তা করে আসছে। প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়, তাদেরকে অবহেলা না করে তাদেরকে সচেতন ও যোগ্য কওে গড়ে তুলে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এ সকল মানুষদের অভিভাবকদেরকে আরো বেশি মনোযোগী হতে হবে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ ও প্রতিবন্ধি আতœ উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধিদের জীবমান উন্নয়নে সহায়তা প্রদান অনুষ্ঠানে সোমবার ময়মনসিংহ নগরীর কাচিঝুলি প্রতিবন্ধি আতœ উন্নয়ন সংস্থায় প্রধান অতিথির বক্তব্যে পুনাক বাংলাদেশ সভানেত্রী ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পতœী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এ সব কথা বলেন।
প্রতিবন্ধি আত্œ উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পুলিশ হেড কোয়ার্টার ব্যারিস্টার হারুন অর রশিদ পতœী ফাতেহা পারভীন লুনা, ময়মনসিংহ পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য, ময়মনসিংহ পুনাক সভানেত্রী ডাঃ রেবেকা শারমিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্রতিবন্ধি আত্œ উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েল বক্তব্য রাখেন। এ কোতায়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে পুনাকের পক্ষ থেকে প্রতিবন্ধিদের মাঝে উন্নয়ন সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।