1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সুন্দরী আরমান হত্যায় একযুগ পর পলাতক রিপন ডিবির হাতে গ্রেফতার ময়মনসিংহ নদীতে ভাসমান লাশ ও বাইপাসে মিশুক চালক হত্যার রহস্য উন্মোচন ভালুকায় কৃষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  বিদ্যাগঞ্জ ঘাটে ব্রম্মপুত্র নদী ভাসমান লাশের পরিচয় সনাক্ত ২ খুনি গ্রেফতার ময়মনসিংহে গণজাগরন মঞ্চ নেতা গ্রেপ্তার ফুলপুরে রাস্তার কাজে নিন্মমানের খোয়া ব্যবহারের অভিযোগ মিঠামইনে আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ জমি নিয়ে দ্বন্দ্ব থেকে মর্মান্তিক পরিণতি—ভাইয়ের হাতে ভাই খুন! ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে র‍্যাবের অভিযান ময়মনসিংহের উন্নয়ন পরিকল্পনায় আন্তঃবিভাগীয় সভা অনুষ্ঠিত

আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ জিরো টলারেন্স হিসেবে কাজ করে যাচ্ছে। সকল ক্ষেত্রে পেশাদারিত্বের সাথে পুলিশ বাহিনী কাজ করছে, যে কোন ধরনের বিশৃঙ্খলা মোকাবিলার সক্ষমতা রয়েছে বাংলাদেশ পুলিশের । প্রধানমন্ত্রীর উপর হামলা, হলি আর্টিজান থেকে শুরু করে ৬৩ জেলায় জঙ্গি হামলা সব ঘটনাই সকলে মিলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে যত নাশকতার চেষ্ঠাই হোক না কেন আইনগতভাবে প্রতিহিত করা হবে। পুলিশ পেশাদারিত্ব বজায় রেখে সকল চ্যালেঞ্জ মেকাবেলায় প্রস্তুত রয়েছে। আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২২-২৩ সোমবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সার্কিট হাউজমাঠে তিনি এ সব কথা বলেন।
পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞার সভাপতিত্বে র‌্যাব ময়মনসিংহের পুলিশ সুপার জয়িতা শিল্পীর সঞ্চালনায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম আরো বলেন, ময়মনসিংহের মানুষ শান্তি প্রিয়। এই অঞ্চলের মানুষ আমাকে ( ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে) পেয়ে আবেগে আপ্লুত হন, মন থেকে ভালবাসেন। সেই আবেগ ও ভালবাসাকে প্রাধান্য দিয়ে সকলকে সাথে কাজ করেছি। আমি আইজিপি হওয়ায় ময়মনসিংহে মানুষ বেশি খুশি হয়েছে। ময়মনসিংহের সাথে আমার আত্বার সম্পর্ক গড়ে উঠেছে। এ জন্য আমি কৃতজ্ঞ। ময়মনসিংহবাসির আন্তরিকতার ছোয়া আমার পরিবার সারাজীবন মনে রাখবে।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পুলিশ হেড কোয়ার্টার ব্যারিস্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি ইকরামুল হক টিটু, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, গাজীপুর মেট্টোপলিটনের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। টুর্ণামেন্টে মোট ১৩ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় রেনেসা ক্লাব ও জিল্লুর রহমান স্মৃতি সংসদ অংশগ্রহন করেন। জাতীয় সঙ্গিত পরিবেশণ ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এর আগে আইজিপি ময়মনসিংহে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


পরে ময়মনসিংহ জেলা পুলিশ লাইনস্ মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী ক্রীড়া নৈপূণ্য উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন। দুপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ ও প্রতিবন্ধি আতœ উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধিদের জীবমান উন্নয়নে সহায়তা প্রদান করেন পুনাক বাংলাদেশ সভানেত্রী ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পতœী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পুলিশ হেড কোয়ার্টার ব্যারিস্টার হারুন অর রশিদ পতœী ফাতেহা পারভীন লুনা, ময়মনসিংহ পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য, ময়মনসিংহ পুনাক সভানেত্রী ডাঃ রেবেকা শারমিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্রতিবন্ধি আত্œ উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েল বক্তব্য রাখেন।
আইজিপি ও পুনাক সভানেত্রী ময়মনসিংহে আগমন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পুলিশ হেড কোয়ার্টার ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্) আবিদা সুলতানা, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এসপি মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ মাহফুজুর রহমান সহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্দ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD