স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ফুলবাড়িয়ার কেশরগঞ্জ বাজারে সনাতন ধর্মাবলম্বীদের দেড় শত বছরের পৈত্রিক বসতবাড়ি বেআইনিভাবে প্রশাসনিক উদ্যোগে ভেঙ্গে গুড়িয়ে দেয়ার ঘটনা পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও আইনজীবী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। সোমবার ১৯ ডিসেম্বর আইনজীবিদের বিশাল দলটি পরিদর্শনকালে স্থানীয় জনপ্রনিধি, ব্যবসায়ী, বাজারবাসী, গণ্যমান্যরা এই করুণ এবং ন্যাক্কারজনক ঘটনার সাক্ষ্য দেন।
প্রাপ্ত তথ্য মতে, কেশরগঞ্জ বাজারের শত বছরের পৈত্রিক সুত্রে বাসিন্দা জগদীশ সাহা পলাশীহাটা মৌজায়সাবেক দাগ নং ২৫৩ এর মাঝে ৭.৮৫ শতক জমি সিএস ও আরওআর মুলে বংশানুক্রমিকভাব বসতবাড়ি ঘরে তুলে বসবাস ও কতক অংশে দোকানপাট করে ব্যবসা করে আসছে। বর্তমানে জগদিসের চার ছেলে গোপাল, নেপাল, দুলাল, শ্যামল এবং দুই বোন রাধারানী ও সাধনা ভোগদখলে আছেন।মাঠজরীপকালে ভুলবশত ৬ শতক জমি খাস খতিয়ানভুক্ত হয়। এ নিয়ে জগদিসের ওয়ারিশানগন আদালতে মামলা করেন। এদিকে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন জমির মালিকদের কোন ধরনের আইনী নোটিশ না দিয়ে গত ৪ সেপ্টেম্বর, ২২ তারিখে দেড় শত বছরের পৈত্রিক বসতবাড়ি ও দোকান পাঠ ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ৬ টি পরিবারকে উচ্ছেদ করে দেয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আবারো আদালতে মামলা করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী ঐক্য পরিষদের সিনিয়র এডভোকেট বিভাস চন্দ্র বিশ্বাস, এড সষ্টি সরকার, এড প্রমির হালদার, এড জয়া ভট্টাচার্য, অবঃ জেলা জজ ও এড সুধেন্দ্র বিশ্বাস, এড অপুর্ব ভট্টাচার্য, এড মৃনাল কান্তি বিশ্বাস, এড অনুপ কুমার সাহা, এড প্রজ্ঞা পারমিতা রায়, মিনা দাস,মিন্টু চন্দ্র, কুমার দেবুল, ময়মনসিংহ জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, ফুলবাড়িয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল হোর সহ অন্যান্যরা সাথে ছিলেন।