1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১১  - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্টনের উদ্যোগে হাজীবাড়ি মোড় চৌরঙ্গীর মোড় বাইলেনে দোয়া ও ইফতার ময়মনসিংহ মহানগরে যুবদলের ইফতার বিতরণ ফুলবাড়ীয়া থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া বোররচরে জামায়াতে ইসলামী দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ময়মনসিংহ-শেরপুর ৪ লেন মহাসড়ক: নির্মানে অনিয়মের মধ্যে চলছে মাটি কাটা কাজ  মিল্টনের উদ্যোগে এসএ সরকার রোডে দোয়া ও ইফতার ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান” জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর পরিবার’কে সেনাপ্রধান কতৃর্ক আর্থিক সহায়তা  নেত্রকোনার পূর্বধলা নারী দোকানীর উপর হামলা, লুটপাট ও ভাংচুরের অভিযোগ ময়মনসিংহ সদরে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১১ 

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) আসাদুজ্জামান এর নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চুরখাই কান্দাপাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ কাশেম এর বসত বাড়ীর উঠানে হইতে ০১জন মাদক ব্যবসায়ী মোঃ কাশেম (৪৫), পিতামৃত-আব্দুর রহমান, সাং-দিঘারকান্দা(চেয়ারম্যান বাড়ীর পাশে), এপি/সাং-চুরখাই কান্দাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ০৫(পাঁচ)পুটলা কথিত হেরোইন, যাহার ওজন (১x৫)=০৫(পাঁচ)গ্রাম উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) মাহফুজুর রহমান এর নেতৃত্ত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান করিয়া ময়মনসিংহ জেলার কোতয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী মোঃ আব্দুর রউফ (৩০), পিতা-মোঃ সোলায়মান, সাং-রামচন্দ্রপুর, থানা-তারাকান্দা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) শাহজালাল, ০৩নং ফাড়ি এর নেতৃত্ত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান করিয়া ময়মনসিংহ জেলার কোতয়ালী চরপাড়া এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী  মোঃ তৌহিদ(৩৫), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-চরপাড়া, নয়াপাড়া, ও আব্দুল জলিল (২৫), পিতা-আবু সাঈদ, সাং-আকুয়া দক্ষিনপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) শাহজালাল, ০৩নং ফাড়ি এর নেতৃত্ত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান করিয়া ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন আকুয়া মোড়লপাড়া এলাকা হতে চুরি মামলায় আসামী মোঃ মারুফ মিয়া (২১), পিতামৃত-ফজল হক, সাং-গালাগাঁও, থানা-তারাকান্দা, এপি/সাং-আকুয়া মোড়ল বাড়ী, ইসমাইল হোসেনের বাসার ভাড়াটিয়া) ও মোঃ সানি মিয়া (১৯), পিতা-মোঃ আরিফ রাব্বানী, সা-আকুয়া মোড়ল বাড়ী, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) রিফাত আল আফসানী এর নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভালুকা পৌরসভা, ২নং ওয়ার্ড, জাকিয়া ম্যাডামের ঘর ধৃত আসামীর ভাড়া বাসা হইতে ব্যাব-১৪ কর্তৃক প্রতারনা মামলার আসামী
মোঃ আবু সাঈদ (৩৩), পিতা- হাফেজ মোঃ আলী, সাং- রায়েরগ্রাম, ডাকঘর-সাউথ কান্দা থানা-ত্রিশাল, জেলা- ময়মনসিংহ, এ/পি- ভালুকা পৌরসভা, ২ নং ওয়ার্ড, জাকিয়া ম্যাডামের ঘর(ভাড়া বাসা), থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এসআই(নিঃ) রুবেল, ০১নং ফাড়ি, হারুনুর রশিদ সহ এএসআই সুজন চন্দ্র সাহা, জামাল উদ্দিন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান করিয়া মোট ০৪টি জিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করেন।

জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ জন।

 মোঃ ফরিদ, পিতামৃতঃ মোহাম্মদ হোসেন, সাং-পাটগুদাম রোড, (হাজী কাশেম আলী কলেজের পিছনে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। মোঃ বাদশা, পিতা-মোঃ আলতাফ, সাং-সারদা ঘোষ রোড, রুটিওয়ালা পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। রাজন মজুমদার(২৬),পিতা-মৃত সৈলেন মজুমদার, সাং-মধ্যবাজার, হালুয়াঘাট, থানা-হালুয়াঘাট
এ/পি-সাং-ভাটিকাশর বলাশপুর, মড়লপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
ও মোঃ বাবলু(৪২), পিতামৃতঃ জয়নাল, সাং-চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD