বন্ধু সেজে সম্পর্ক স্থাপন ও অভিনব কায়দায় টাকা চুরির ঘটনায় ২০ ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার ও চোরাই টাকা উদ্ধার করেছে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার পুলিশ।
দুর্গাপুরের ইঞ্জিল হক এর সাথে ইউনুস আলীর দীর্ঘ তিন মাস পূর্বে গরুর হাটে পরিচয় হয় এবং ইঞ্জিল হক জানায় সে স্বল্পপুঁজির গরুর ব্যবসায়ী। সে প্রায় সময় ইউনুস আলীর ব্যবহৃত ফোন নম্বরে ফোন করে কথাবার্তা বলতো এবং গরুর হাটে যাওয়ার সময় তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য আবদার করতো। ইউনুস সরল বিশ্বাসে তাকে প্রায় সময় তার সাথে নিয়ে হাটে আসতো। ইং ২৫/১২/২০২২ তারিখ রাত অনুমান ১২.০০ ঘটিকার সময় আসামী ইঞ্জিল হক গাজীপুর হতে বাদীর ট্রাকে উঠে বাদীর সাথে ট্রাকের বডিতে ঘুমিয়ে থাকে। রাত ০৩.০০ ঘটিকার সময় আমুয়াকান্দা বাজারে পৌঁছে বাদী ও অন্যান্য বেপারীগণসহ আসামী ইঞ্জিল হক ট্রাকের বডিতে ঘুমিয়ে থাকেন। ভোর ০৬.০০ ঘটিকার সময় বাদী ও অন্যান্য বেপারীগণ ঘুম থেকে উঠে দেখেন ট্রাকের বডিতে আসামী ইঞ্জিল হক এবং ট্রাকের বডিতে বিছানার নিচে থাকা বাদীর টাকাগুলো নেই। বাদী আশেপাশে অনুসন্ধান করে ইঞ্জিল হককে না পেয়ে অভিযোগ দায়ের করলে ফুলপুর থানার মামলা নং-২৫, তাং-২৬/১২/২০২২ ইং, ধারা- ৩৭৯ দন্ডবিধি রুজু করা হয়।
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভুঞা, পিপিএম মহোদয়ের নির্দেশনায়
সহকারি পুলিশ সুপার জনাব দীপক চন্দ্র মজুমদার-এর
তত্বাবধানে ফুলপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন-এর সহযোগিতায় মামলার তদন্তকারী অফিসার এস.আই (নিঃ)/মোফাখখির উদ্দিন ২০ ঘন্টার মধ্যে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বিশেষ প্রযুক্তির সহায়তায় নেত্রকোনা জেলার দুর্গাপুর থানাধীন গহীণ চর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান আসামী ও তার সহযোগীসহ আসামী ১। ইঞ্জিল হক (৬০), পিতা-মৃত কালা চান, ২। রুমা বেগম (৪৫), স্বামী- ইঞ্জিল হক ৩। মোঃ জুয়েল মিয়া (১৯), পিতা-ইঞ্জিল হক, সর্ব সাং-আতকাপাড়া, থানা-দুর্গাপুর, জেলা-নেত্রকোনাদেরকে অদ্য ইং-২৬/১২/২০২২ তারিখে রাত ০৪.৩০ ঘটিকার সময় গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে বাদীর চুরি যাওয়া ১২,৭৫,০০০/- টাকার মধ্যে নগদ ১২,১০,০০০/-(বার লক্ষ দশ হাজার) টাকা উদ্ধার করেন। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।