নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্তে চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৪৬, ৬৫,৬০০/- টাকার বিপুল পরিমানে বাংলাদেশী সুপারী জব্দ করেছে।
গতকাল ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকা হতে ২৩১৫ ঘটিকা পর্যন্ত কলমাকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম এর নেতৃত্বে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ লেংগুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ১১৭৪ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কাঠালবাড়ী’ নামক এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত টাস্কফোর্স অভিযানে অস্ত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন এর উপস্থিতিতে সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম এর সাথে লেংগুড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সেলিম ভূইয়াসহ ৩৫ জন বিজিবি সদস্য এবং ০১ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন। উক্ত টাস্কফোর্স অভিযানে মালিকবিহীন অবস্থায় ২১৬ বস্তা বাংলাদেশী সুপারী জব্দ করা হয়। যার সিজার মূল্য ৪৬,৬৫,৬০০/- (ছেচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শত) টাকা। জব্দকৃত সুপারী নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।