গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া অত্র থানাধীন চক শ্যামরামপুর ফদিয়ার চর সাকিনস্থ আসামীর বসত বাড়ী হইতে অন্যান্য মামলার আসামী মোঃ আব্দুল হালিম(৪৩), পিতা- মৃত হযরত আলী, মাতা- জয়তুননেছা, সাং- চক শ্যামরামপুর, ফদিয়ার চর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ শাহজালাল নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া অত্র থানাধীন আকুয়া ডন মোড় এলাকা হইতে চুরি মামলার আসামী নূরুল আমিন (২৬), পিতা-সুলতান ওরফে মদন, সাং-কৃষ্টপুর দক্ষিনপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) তানভীর আহম্মেদ সিদ্দিকী এর নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া কোতোয়ালী মডেল থানাধীন থানার সম্মুখে থানার ঘাট হইতে ধর্ষণ মামলার আসামী রাকিবুল(১৮), পিতামৃতঃ কাদির, সাং-রাঘবপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মাসুদ জামালী এর নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ৩১নং ওয়ার্ড চর ঈশ্বরদিয়া মোড়স্থ ধৃত আসামী রফিকুল ইসলাম এর বাড়ীর সামনে কাচারী ঘাট গুদারা হতে জয়বাংলা গামী পাঁকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী সঙ্গীয় এএসআই(নিঃ) সুমন চন্দ্র দাস, উভয় কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এবং ধৃত আসামী মোঃ রফিকুল ইসলাম (৬০), পিতামৃত-মেজবাহ উদ্দিন, মাতা-মোছাঃ জয়বানু, সাং-৩১নং ওয়ার্ড, চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০১(এক)কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ইহা ছাড়াও এএসআই(নিঃ) জামাল উদ্দিন, ০১নং পুলিশ ফাড়ি, অত্র থানা এলাকায় অভিযান করিয়া ০১টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জন। মোঃ সুলতান মিয়া (২৬), পিতা-সেলিম, সাং-বলাশপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ