ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া এদেরকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) সোহেল রানা নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় রহমতপুর বাইপাস আজাহার ফিলিং ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী নাসির (৩৫), পিতা-আসাদ আলী, মাতা-রহিমা বেগম, সাং-জেসি গুহ রোড, আদমজী পাটগুদাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০(দশ)গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মোঃ শাহজালাল নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া অত্র থানাধীন মাসকান্দা পলিটেকনিক্যাল এর সামনে সরকারী পাকা রাস্তার উপর অন্যান্য মামলার আসামী মোঃ হারুন (৩৫), পিতামৃত-শহিদ মিয়া সাং-মাসকান্দা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) উমর ফারুক এর নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া অত্র থানাধীন বেগুন বাড়ী এলাকা হইতে মারামারি মামলার আসামী মোঃ নয়ন মিয়া (৫৫), পিতামৃত-আব্দুর রহমান, সাং-মাইজবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আলা উদ্দিন এর নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে অন্যান্য মামলার আসামী মোঃ হারুন (৩৫), পিতামৃত-শহিদ মিয়া সাং-মাসকান্দা, থানা-কোতোয়ালী ,জেলা-ময়মনসিংহকেগ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) শাহ জালাল মিয়া এর নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া অত্র থানাধীন খাগডহর বাজারে সেচ ভবনের সামনে পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মোঃ মোজাম্মেল হক সোহেল (৪৭), পিতামৃত-মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, সাং-খাগডহর রোড স্টেশন, মোঃ রিজন (২৮), পিতা-মোঃ রতন মিয়া, মাতামৃত-রেজিয়া খাতুন, সাং-ঢোলাদিয়া, ইব্রাহিম খা রোড, ও মোঃ রতন মিয়া (২২), পিতা-মজিবুর রহমান, সাং-ঢোলাদিয়া সালেহা মার্কেট, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
ইহা ছাড়াও এসআই(নিঃ) আবুল কাশেম অভিযান চালিয়ে আশরাফুল আলম, আরিফুল ইসলাম প্রত্যেকে থানা এলাকার পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া মোট ০৩টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৩ জন গ্রেফতার করেন। তারা হলেন মোঃ রাজু, পিতামৃত-হোসেন মিয়া, সাং-৬০/এ আরকে মিশন রোড, চুন্নু মিয়ার বাড়ীর পাশে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। মোঃ আব্দুর রহমান দূর্জয় (২৩), পিতা-রুবেল মিয়া, সাং-৩০ কালিবাড়ী রোড, এসকে হাসপাতালের বিপরীত পার্শ্বে, এপি/সাং-০৮নং আলিয়া মাদ্রাসা রোড, বলাশপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ও মোঃ ইসমাইল হোসেন ওরফে সুমন (৩৫), পিতামৃত-হাবিবুর রহমান, সাং-ভাটি দাপুনিয়া জামাদারবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।