গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) মোঃ শাহজালাল নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আরকে মিশন রোডস্থ শহর সমাজসেবা কার্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী নূর নবী (৩০), পিতামৃত-মোকসেদ আলী, সাং-৩৬ বাড়ী কলোনী সংলগ্ন, ১৬৫/বি আরকে মিশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৩০(ত্রিশ)পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, ওজন ০৩(তিন)গ্রাম উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মোঃ শাহজালাল নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া ভাঙ্গাপুল আট ঘরিয়া গোরস্থানের পাশে পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী রিয়াদ আহম্মেদ লিটু (২৫), পিতা-জামিল উদ্দিন, মাতা-লিপি আক্তার, সাং-আকুয়া খালপাড়, আকাশ মন্ডল রহিম (২৪), পিতা-আক্তার হোসেন মন্ডল, মাতা-জোসনা বেগম সাং-আকুয়া বোর্ড ঘর, উভয় থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ শাহজালাল নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া অত্র থানাধীন আকুয়া হাবুন বেপারীর মোড় এলাকা হইতে চুরি মামলার আসামী মোঃ রনি (৩০), পিতা-মাতু মিয়া, সাং-গোহাইলকান্দি, তিনকোনা পুকুরপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) আরিফুল ইসলাম, কুমোদলাল দাস প্রত্যেকে থানা এলাকার পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া মোট ০২টি সিআর বডি তামিল করেন।
সিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন হলো, মোঃ ভাসানী, পিতা-মোঃ মজিবর রহমান, সাং-বলাশপুর মধ্যে পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ও মোঃ জহিরুল ইসলাম জয়, পিতা-মোখলেছুর রহমান, মাতা-মোছাঃ জরিনা খাতুন, সাং-৪০নং আকুয়া জুবলী কোয়ার্টার (মধুবাড়ী) থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।