ময়মনসিংহ: শৈত্যপ্রবাহের মাঝেই দায়িত্ব পালন করে যাচ্ছেন নগর নিরাপত্তায় নিয়োজিত ডিফেন্স পার্টির সদস্যরা। তাদের পাশে দাড়াতে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ গভীর রাতে শহরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ডিফেন্স পার্টি, বাজার ডিউটি, আবাসিক এলাকায় ডিউটিরতদের মাঝে কোতোয়ালী থানার পক্ষ থেকে কম্বল বিতরণ করেন।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি। এ ব্যাপারে ওসি বলেন, থানাধীন বিভিন্ন অসহায় পরিবার ও খোলা আকাশের নিচে শীতে কষ্ট করে বসবাস করছে এমন মানুষের পাশে দাড়াতে হবে।