স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দ্রুত বিচার মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা”র নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় তিন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে দিঘারকান্দা ঢাকা বাইপাস থেকে দ্রুত বিচার মামলার আসামী ব্রাহ্মপল্লীর মোঃ পাভেলকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এএসআই মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কাঠগোলা বাজার থেকে অন্যান্য মামলার আসামী মুক্তাগাছার ইটা চকি উত্তরপাড়ার মোঃ স্বপন এবং এএসআই রেজাউল করিম জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত মীরকান্দা উত্তরপাড়ার মোঃ আনিসুর রহমান ওরফে আনিসকে গ্রেফতার করে। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।