ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার)এর নির্দেশে অভিযোগের মাত্র ৬ ঘন্টার মধ্যে এএসআই আমির হামজা চুরি হওয়া বাই সাইকেলটি উদ্ধার করে। পরে তা প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেন।
এএসআই আমির হামজা হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধারেও পারদর্শী ।
আমির হামজা বলেন সব কিছুর অবদান আমার টেকনোলজি কাজের গুরু এবং আমার অভিবাবক ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) স্যার।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক শাহ কামাল আকন্দ ও ওসি তদন্ত ফারুক হোসেন।