গতকাাল ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৮ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
থানা সুত্রে জানা যায়, এসআই(নিঃ) ফারুক আহমেদ, ০১নং পুলিশ ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন রমেশ সেন রোড পতিতাপল্লী ঠাকুর বাড়ী হতে মোছাঃ স্বপ্না আক্তার ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ২০(বিশ) লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
অপর দিকে, এসআই(নিঃ)আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন নলুয়াপাড়া এলাকা হইতে অন্যান্য মামলার আসামী মোঃ আবুল কাশেম (৬০), লিটন (২৫) ও মোঃ জাহাঙ্গীর (৩২) ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
একইদিনে, এসআই(নিঃ)আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন শম্মুগঞ্জ ব্রীজ সংলগ্ন সরকারী পাকা রাস্তার পার্শ্বে রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মোঃ রাশিদ(৩৫) ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)মশিউর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন চামড়া গুদাম তিন রাস্তার মোড় সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মোঃ সোহাগ ইসলাম(৩৫),ও মোঃ রাজু আহম্মেদ ওরফে রাজু(২৬), ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর বডি তামিল করেন। যার নাম মোঃ জহিরুল ইসলাম(২২) ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।