আজ সন্ধ্যা ০৬ টায় শিববাড়ী দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ এহতেশামুল আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু-এমপি, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।
দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা মোঃ ইকরামুল হক টিটু মহোদয়।
আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল হক রিপন, এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।