1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গৌরীপুরে অপহৃত শিশু উদ্ধার ঃ গ্রেফতার-৫ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে “পদক” প্রদান করলেন প্রধান উপদেষ্টা ময়মনসিংহে নকলের দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রোগীর চেয়ে দামি ওষুধ প্রতিনিধি?” শেরপুরে পুলিশের অভিযানে ৫৭০ বোতল ভারতীয় মদ জব্দ ঈশ্বরগঞ্জে শ্মশান ভাংচুরের নামে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ময়মনসিংহে ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  ঈশ্বরগঞ্জে অভ্যন্তরীণ বোর ধান-চাল সংগ্রহের উদ্বোধন  ফুলপুরে ব্যাটারী হাউজের মালিকের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ময়মনসিংহে ঘুষের বিনিময়ে নামজারী, তদন্তে নীরবতা!

গৌরীপুরে অপহৃত শিশু উদ্ধার ঃ গ্রেফতার-৫

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের গৌরীপুরে অপহৃত শিশু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান।
তিনি জানান, অপহরণের ঘটনায় তার বাবা নুরুল হক বাদী হয়ে গৌরীপুর থানায় বুধবার মামলা দায়ের করেন। এরপরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার ও অপহৃত শিশু রোজিনা আক্তার তন্নী (৫) উদ্ধার করা হয়েছে।
মামলা সূত্র জানায়, উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের নুরুল হকের কন্যা রোজিনা আক্তার তন্নী। তার ফুফুর বাড়ি পার্শ্ববর্তী গ্রাম অচিন্তপুর ইউনিয়নের ষোলপাই উত্তরপাড়া আল হেলাল জামে মসজিদের ওয়াজ মাহফিলে মঙ্গলবার রাত ৭টার দিকে বেড়াতে যায়। সেখান থেকে রাত সাড়ে ৭টার দিকে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে রোজিনা আক্তার তন্নীকে মোটর সাইকেলযোগে অপহরণ করে নিয়ে যায়। ওইদিন রাত ৯টার দিকে অপহরণকারীরা ০১৮৬৯-০০২৪৫৩ নাম্বার মুঠোফোন থেকে শিশুর বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
শিশু তন্নীর পিতা নুরুল হক জানায়, অপহরণকারী তাকে বলেছে ‘তোমার মেয়ে আমাদের কাছে আছে, ঘোরাঘুরি করে কোন লাভ নেই, যদি মেয়েকে ফেরত চাও তাহলে আগামীকাল (বুধবার) সকাল ৯টায় ১০ লাখ টাকা রেডি করেন। গৌরীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার জানান, নেত্রকোণা সদরের রাজুর বাজার এলাকা থেকে শিশু তন্নীকে বুধবার রাত ১টার দিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত মোস্তাকীমকেও গ্রেফতার করা হয়।
গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, মুক্তিপণের জন্য শিশু অপহরণের ঘটনায় গ্রেফতারকৃতরা হলো, মইলাকান্দা ইউনিয়নের ক্ষুদ কালিহর গ্রামের নজরুল ইসলামের পুত্র সিরাজুল ইসলাম বাবু, দুলাল মিয়ার পুত্র মোস্তাকিম, চাঁন মিয়ার পুত্র এখলাছ মিয়া, টিকুরী গ্রামের আবুল কালামের পুত্র কামরুল ইসলাম, কোনাপাড়া গ্রামের আবুল হাসেমের পুত্র জসিম উদ্দিন। তারা পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছে। ঘটনা জড়িত অন্যদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের পুলিশী রিমা- চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD