স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রমিলা ফুটবল টুর্নামেন্ট চুরখাই বাজারে নাজিরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। টুর্নামেন্ট উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শাহ কামাল হোসেন আকন্দ, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল সাত্তার সোহেল প্রমুখ। নুরুল ইসলাম ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজনে ৮টি এ টুর্নামেন্ট অংশ গ্রহণ করে।