শাকুয়াই ইউপির চরপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র অশীতিপর বৃদ্ধ সুরুজ আলীর লাশ নিখোঁজের ৭ দিন পর কংস নদ হতে উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ।তিনি ফুলপুরের জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার বড়সভা শুনতে ৩০ ডিসেম্বর/২০২২ ইং তারিখ রোজ শুক্রবার জাহাঙ্গীরপুর মাঝের কান্দায় তার নিজ মেয়ের জামাই শাহাদাত হোসেনের বাড়ী হতে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।
আজ বেলা ১১ টার দিকে বালিয়া ইউপির বড়ইকান্দি কলাপাড়া এলাকায় গ্রামবাসী কংস নদে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে বওলা ইউপির রামসোনা এলাকায় কংস নদ হতে অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।খবর পেয়ে নিখোঁজ সুরুজ আলীর কন্যা জামাতাগন লাশ শনাক্ত করেছে বলে প্রত্যক্ষদর্শীরা এ প্রতিনিদিকে জানান।
বিশ্বস্থসূত্রে প্রকাশ,বৃদ্ধ সুরুজ আলীর পুত্র সন্তান না থাকায় তিনি ৪ কন্যার বাড়ীতে পালাক্রমে অবস্থান করতেন।বড়সভা উপলক্ষ্যে জামাতা শাহাদাতের বাড়ীতে বেড়াতে এসে তিনি আর বাড়ী ফিরেননি,এক সপ্তাহ পরে পাওয়া গেছে তার অর্ধ গলিত লাশ।নিখোঁজের ব্যাপারে থানায় জিডি ও ফেসবুকে একাধিক হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জামাতা শাহাদাত এ প্রতিনিদিকে জানান।