স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বড়বাট্টা গ্রামের মো: নুর ইসলাম নিজের জমিতে বিদ্যুৎ এর খুটি স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে। জানা গেছে, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির, দূর্গাপুর জোনাল অফিসের নিকট একটি গভীর নলকুপ স্থাপনের আবেদনের প্রেক্ষিতে বৈধতা পান নুর ইসলাম। বৈধতা পাওয়ার পরে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন, নলকূপে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বৈদ্যুতিক খুটি স্থাপন করতে আসলে এতে বাধা প্রদান করেন একই গ্রামের মো: আব্দুল বারেক এবং মাজাহারুল ইসলাম। শুধু তাই নয়, বিদ্যুৎ এর খুটি স্থাপন করতে আসা লোক জনকে মারপিটের ভয় ভিতি দেখানো হয়,বলে অভিযোগে উল্লেখ। যদিও সেচ লাইনের খুটি অভিযুক্তদের জমিতে স্থাপন করা হয় নাই। তবে বিষয়টি নিয়ে নুর ইসলাম অভিযুক্ত দের সাথে কথা বলতে গেলে ভয়ভীতি প্রদর্শন সহ বিদ্যুৎ এর লাইন, অভিযুক্ত দের জমির ওপর দিয়ে নিতে দিবে না বলে নুর ইসলামকে জানায় অভিযোক্তরা। পরে বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, জন প্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের অবগত করেও কোনো সুরাহা মিলেনি। নুর ইসলাম যাতে সেচ পাম স্থাপন করতে না পারে সে জন্য ১নং অভিযুক্ত আ: বারেক নিজেও নূলকুপ স্থাপনের জন্য এক খানা ছাড়পত্র উত্তোলন করেন। উল্লেখ অভিযোক্ত আব্দুল বারেক এর ছাড়পত্রে উল্লেখিত গভীর নলকূপ এর স্হল হতে নুর ইসলামের গভীর নলকূপের স্হল প্রায় ১০০০ হাজার গজ দূরত্ব রয়েছে। তবে এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম জানান তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।