ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার এস আই পরিমল চন্দ্র সরকার ১৪ ক্লুলেস মামলা তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করেন। আটককৃতরা বিজ্ঞ আদালতে আতœস্বীকৃত জবানবন্দি প্রদানের মাধ্যমে রহস্য উদঘাটন করে জড়িত অধিকাংশ ব্যক্তিদের গ্রেফতার করায় পিপিএম পদক পেয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে প্রধান মন্ত্রী তাকে পিপিএম পদক পড়িয়ে দেন। পরিমল সরকার পদক প্রাপ্তীতে জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ তাকে পুষ্পমাল্য দিয়ে অভিনন্দন জানান।
চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনঃ-
১। সিএনজি চালককে হত্যা করে সিএনজি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঈশ^রগঞ্জ থানার মামলা নং-১৫(২)২০২২, ধারা-৩০২/৩৯২/২০১/৩৪ পি.সি রুজু হয়। ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করে ও সিএনজি উদ্ধার করেন। আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
(২) গরু বহনকারী গাড়ি বেড়িকেড দিয়ে গরু ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভালুকা থানার মামলা নং-১৮(৭)২০২২, ধারা-৩৯৫/৩৯৭ পি.সি রুজু হয়। স্বল্পতম সময়ে আসামি গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার করেন। আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
(৩) আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার অবরুদ্ধ করে ১২,০০,০০০/-টাকা লুন্ঠনের ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পাগলা থানার মামলা নং-২২(৩)২০২২, ধারা-৩৯৫/৩৯৭ পি.সি রুজু হয়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ডাকাতদল গ্রেফতার ও লুন্ঠিত ২,৪০,০০০/-টাকা উদ্ধার উদ্ধার করেন। ডাকাতদলের সদস্যরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
(৪) স্কুল পড়–য়া কিশোর সাজিদ (১৫)’কে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নান্দাইল থানার মামলা নং-৩১(৩)২০২২, ধারা-৩০২/৩৪ পি.সি রুজু হয়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আসামিদ্বয়কে গ্রেফতার করেন। আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলাটি তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।
(৫) অটোরিক্সা চালক সামাদ (১৫)’কে হত্যা ও লাশ গুম করে অটোরিক্সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তারাকান্দা থানার মামলা নং-০৪(৭)২০২২, ধারা-৩০২/২০১/৩৪ পি.সি রুজু হয়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার ও অটোরিক্সা উদ্ধার করেন। আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
(৬) ‘ওয়ান শিয়াং ইন্ডাঃ লিঃ’ নামীয় একটি চাইনিজ কোম্পানীর ১৫,০০,০০০/- টাকা মূল্যমানের ৩০০ পিছ ব্যাটারী চুরির ঘটনায় ভালুকা থানার মামলা নং-১৭(১২)২০২১, ধারা-৪০৭/৩৪ পি.সি রুজু হয়। আসামি গ্রেফতার করে পাবনা জেলা হতে লুন্ঠিত ব্যাটারী উদ্ধার করা হয়। আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
(৭) অটো চালক হত্যা করে অটো ছিনিয়ে নেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নান্দাইাল থানার মামলা নং-০৬(১১)২০২১, ধারা-৩৯২/৩০২/৩৪ পি.সি রুজু হয়। তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে মামলার রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করেন। আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
(৮) চালক হত্যা, লাশ গুম ও রিক্সাভ্যান ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তারাকান্দা থানার মামলা নং-১৮(১)২০২১, ধারা-৩০২/২০১/৩৪ পি.সি রুজু হয়। ধারাবাহিক অভিযান পরিচালনা করে মামলার রহস্য উদঘাটন, ছিনতাইকারি শিশু গ্রেফতার ও ছিনতাইকৃত রিক্সাভ্যানটি উদ্ধার করেন। গ্রেফতারকৃত শিশুদ্বয় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবাবনব্দি প্রদান করে। আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদ্বয়ের বিরুদ্ধে দোষীপত্র নং-৭(ক) ও প্রাপ্ত বয়স্ক আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নং-৭, তারিখ-৩১জানুয়ারী/২০২২ দাখিল করেন।
(৯) চাঞ্চল্যকর চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-৬৪(৩)২০২১, ধারা-৪৫৪/৩৮০ পি.সি রুজু হয়। বিজ্ঞান ভিত্তিক তদন্তে মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করেন। আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলায় অভিযোগপত্র নং-৯৪, তারিখ-৩১ জানুয়ারী/২০২২ দাখিল করেন।
(১০) চাঞ্চল্যকর শাহিন হত্যা ও অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় গৌরীপুর থানায় অজ্ঞাতানাম আসামিদের বিরুদ্ধে মামলা নং-১৫(৪)২০২১, ধারা-৩২৮/৩৭৯/৩০২/৩৪ পি.সি রুজু হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করেন। বিজ্ঞ আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলায় অভিযোগপত্র নং-১৭৬,তারিখ-২১ সেপ্টেম্বর/২০২২ দাখিল করেন।
(১১) অটোরিক্সা চালককে ঘুমের ঔষধ সেবন করিয়ে অটো চুরির ঘটনায় নান্দাইল থানার মামলা নং-০১(৭)২০২১, ধারা-৩২৮/৩৭৯ পি.সি রুজু হয়। অতি অল্প সময়ের মধ্যে মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করেন। বিজ্ঞ আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলায় অভিযোগপত্র নং-১২৭, তারিখ-৩০মে/২০২২দাখিল করেন।
(১২) অটোরিক্সা চালককে সংজ্ঞাহীন করে অটো চুরির ঘটনায় নান্দাইল থানার মামলা নং-০৪(৭)২০২১, ধারা-৩২৮/৩৭৯ পি.সি রুজু হয়। স্বল্প সময়ের মধ্যে মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করেন। আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলায় অভিযোগপত্র নং-১২৮, তারিখ-৩০মে/২০২২ দাখিল করেন।
(১৩) স্ত্রীর পরকীয়ার প্রেমের জেরে হযরত আলীকে হত্যা করে লাশ গুমের ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হালুয়াঘাট থানার মামলা নং-২৮(৮)২০২১, ধারা-৩০২/২০১/৩৪ পি.সি রুজু হয়। ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসামিদ্বয়কে গ্রেফতার করেন। আসামিদ্বয় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। অভিযোগপত্র নং-২১৬,তারিখ-২৯অক্টোবর/২০২২ দাখিল করেন।
এয়াড়াও এস আই পরিমল চন্দ্র সরকার ভালুকা মডেল থানার মামলা নং-৪১(৫)২০২২, ধারা-৩৯২/৩৪ দঃবিঃ। ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-১৭(২)২০২২, ধারা-৩৯৫/৩৯৭ দঃবিঃ। ধোবাউড়া থানার মামলা নং-০৮(৩)২০২২,ধারা-৩০২/২০১/৩৪ দঃবিঃ, হালুয়াঘাট আলোচিত আদিবাসী গণধর্ষণ মামলা নং-২৪(১২)২০২১,ধারা-নাঃ ও শিঃ নিঃ দমন আইন-২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(৩)/৩০,নান্দাইল থানার আলোচিত স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা নং-১৯(৯)২০২২, ধারা-৩৯৫/৩৯৭ দঃবিঃ এবং মামলা নং-০৭(১০)২০২২,ধারা-৩৯৪ দঃবিঃ। মামলা সমূহের তদন্তকারী কর্মকর্তাদের মামলার রহস্য উদঘাটনে সিডিআর পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় শরীকে হয়ে প্রতিটি অভিযানে অংশ গ্রহণ করে আসামীদের গ্রেফতারে সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য ধোবাউড়া থানার মামলা নং-১৫(৩)১৩ এ আমার দাখিলকৃত অভিযোগপত্রের আলোকে বিজ্ঞ আদালত গত ১৫/৬/২০২২ তারিখের বিচারিক আদালত আদেশে ০৩ জন আসামিকে মৃত্যুদন্ড এবং ০৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।