1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২০ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনার পুর্বধলায় ট্রেনের ইঞ্জিনে আগুন ময়মনসিংহে বালু বোঝাই লড়ি গাড়ির নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু ময়মনসিংহে জামায়াতের উদ্যোগে এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ময়মনসিংহে এনেসথেসিওলজিস্ট কার্যকরী পরিষদের প‌্যা‌নেল প‌রি‌চিতি সভা ময়মনসিংহে অটোরিকশা-মাহিন্দ্র ট্রাক সংঘর্ষে নিহত-২ গফরগাও সরকারী বালু নিয়ে ইউএনও ও বিএনপির বিরোধ। মানববন্ধন ময়মনসিংহে ৭শত পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেফতার ২ ময়মনসিংহে নায়েব  শফিকুল ইসলামের বিরুদ্ধে বহু অভিযোগ!  ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ফুলপুরে কোটা বিরোধী আন্দোলনের বিতর্কিত পুলিশ অফিসারের বদলী হয়নি জেলার বাইরে!

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২০

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় মোট ২০ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, এসআই(নিঃ) মোঃ ফারুক আহম্মেদ, ০১নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন নতুন বাজার হতে বিষ্ফোরক মামলায় আসামী মোঃ রোকনুজ্জামান @ রোকন (৪৮)ময়মনসিংহকে গ্রেফতার করেন। সে ময়মনসিংহ দক্ষিন যুব দলের সভাপতি।

এসআই(নিঃ) শাহজালাল, ০৩নং ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অত্র থানাধীন আরকে মিশন রোড, ৩৬ বাড়ী কলোনী সাকিনস্থ আসামীর বসত বাড়ী হইতে হইতে ভরণ পোষন মামলার আসামী মোঃ তুষার (২২)ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ উমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় মোঃ হৃদয় (২০), ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন দ্বীন ইসলাম ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর দস্যুতার চেষ্টা মামলার মারুফ(২০)ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে একটি স্টীলের তৈরী সুইচ গিয়ার চাকু, যাহা খোলা অবস্থায় লম্বা অনুমান ৬.৫ ইঞ্চি, বাট অনুমান ৩.৫ ইঞ্চি এবং দুই পাশেই কাঠের স্লট সংযুক্ত, সুইচ গিয়ার চাকুর একপাশ ধারালো উদ্ধার করেন।

এসআই(নিঃ) অসীম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন রহমতপুর এলাকা হইতে পর্ণোগ্রাফী মামলার নাজমিন(৩৩)পিরোজপুরকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কলেজ রোড এলাকা হইতে চুরি মামলার উজ্জল ইসলাম (৩৫)ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) শাহজালাল, ০৩নং ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অত্র থানাধীন আকুয়া বাইপাস মোড় এলাকা হইতে চুরি মামলার মোঃ ইমরান (২৫)ও মোঃ আকাশ (২২)ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) নিরুপম নাগ সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া বড় বিলাস্থ জনৈক শাহজাহান এর ফিসারীর পাড়ে হইতে অন্যান্য মামলার মোঃ সুজন মিয়া (২৫), আনারুল ইসলাম (২৫), মোঃ মাসুদ (২২), মোঃ সরাফ উদ্দিন (২৬), মোঃ তোফাজ্জল (৪৫), মোঃ নাজমুল হোসেন (৩৩), মোঃ তাসিব (২৫), মোঃ ফজলু (৩২)ও আবুল হোসেন (৫০), ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এএসআই(নিঃ) রফিকুল ইসলাম, হযরত আলী থানা এলাকায় পৃথক পৃথক অভিযান করিয়া ০১টি জিআর ও ০২টি সিআর বডি তামিল করেন।

গ্রেফতারকৃতরা হলেন আমির হোসেন, মোঃ খায়রুল ইসলাম
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD