শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়াল নেত্রকোনার দুর্গাপুরের
বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন। মঙ্গলবার সকালে পৌর শহরের কাচারী মোড় এলাকার হাজং মাতা রাশিমনি শাখায় ৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপনের শাখা ব্যবস্থাপক সজীব মাহমুদ, আইনজীবী মো. আব্দুল আহাদ, সাংবাদিক শফিকুল আলম সজীব, উদ্দীপনের মাঠ কর্মকর্তা তরঙ্গ বিশ্বাস, জাহাঙ্গীর আলম প্রমুখ।
শাখা ব্যবস্থাপক সজীব মাহমুদ বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন।সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন আপনাদের পাশে আছে থাকবে।