স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় একটা চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক পরিস্থিতি রোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে এসআই আসাদুজ্জমানের নেতৃত্বে একটি টীম চর আনন্দীপুর থেকে আড়াইশত গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী মাহফুজ হাসান রেমানকে গ্রেফতার করে।এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম ভাবখালী পুরাতন বাজার থেকে মাদক ব্যবসায়ী মোঃ জাহেদুল ইসলাম রনিকে ৫০ পিচ ইয়াবাসহ, এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম ঘাগড়া ইউনিয়নস্থ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে মাদক ব্যবসায়ী আরিফুল হাসান সোহানকে ৮ গ্রাম হেরোইনসহ,
এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ সুলতান মিয়া, এসআই মোঃ রুবেল মিয়া, ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম নতুন বাজার রেলক্রসিং এলাকা থেকে দস্যুতার চেষ্টা পুরাতন মামলার আসামী জিতু মিয়া, জাকির হোসেন,
এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম চর কালিবাড়ী টোল প্লাজার সংলগ্ন হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে থেকে চোরাই মোটরসাইকেল কেনাবেচা করার অপরাধে আসামী একটি চোরাই মোটরসাইকেল সহ মোঃ আফজাল গ্রেফতার করে। এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম জিলা স্কুলের সামনে থেকে চাদাবাজি মামলার আসামী আরমান হাসান, আব্দুল্লাহ ফাহাদ, এএসআই মিজানুর রহমান সংগীয় ফোর্স একটি টিম অন্যান্য মামলার আসামী মাজহারুল ইসলাম, ফরিদ, এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম পুরোহিতপাড়া এলাকা থেকে চাঁদাবাজি মামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে আসামী মুসলেম উদ্দিন ওরফে তুষার, মোঃ সৌরভ ইসলাম, জিহাদ আহম্মেদ, মোঃ রাফি, তামিমকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।