১৯ জানুয়ারী ২০২৩ ইং তারিখ র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস এলাকায় টহল ডিউটি চলাকালে সকাল অনুমানিক ১১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস এলাকার “চা চাই ও আম্বার ক্যাফে“ চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অবৈধ অস্ত্রসহ কতিপয় দুস্কৃতিকারী অবস্থান করছে।
উক্ত সংবাদটি ঊর্ধ্বতন কতৃর্পক্ষকে অবহিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আভিযানিক দলটি অদ্য ১৯/০১/২০২৩ খ্রি তারিখ দুপুর আনুমান ০০.১০ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থল থেকে আসামী- মো: রিয়াজুল ইসলাম রিপন ওরফে – কিরিজ রিপন (২৮), পিতাঃ আব্দুর রশিদ, গ্রামঃ বড়ইগাঁও, থানাঃ পাগলা, জেলাঃ ময়মনসিংহ’কে গ্রেফতার করে, ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার কাছ থেকে ০১ টি বিদেশী পিস্তল এবং ০১ টি খালি ম্যাগাজিন উদ্ধার করে, উল্লেখিত আসামী অস্ত্র নিজ হেফাজতে রাখার ব্যাপারে কোনো বৈধ কাগজ পত্র প্রদর্শন করতে পারেনি।