
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া সহ মোট ০৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) আল মামুন এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা সাকিনস্থ ঢাকা বাইপাস মোড়ে চা চাই ও আম্বার ক্যাফে চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে অস্ত্র মামলায় আসামী । মোঃ রিয়াজুল ইসলাম রিপন @ কিরিচ রিপন (২৯), পিতা- আঃ রশিদ মিয়া, মাতা-মোছাঃ হালিমা খাতুন, সাং-বারাইগাঁও, ডাকঘর-দত্তের বাজার, থানা-পাগলা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে (১) একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত বিদেশী পিস্তল, যার বাটের একপাশে একটি স্ক্র দ্ধারা কাঠ সংযুক্ত, বাটের অপরপাশে স্ক্র বিহীন রাবার দ্ধারা কাঠ যুক্ত, যার আংশিক ভাঙ্গা, পিস্তলটির গায়ে একপাশে খোদাই করা ইংরেজীতে MADE IN U.S.A অপর পাশে ইংরেজীতে খোদাই করা 9 ROUND এবং ব্যারেলের গায়ে ইংরেজীতে খোদাই করা ONLY SUPPLY লেখা বিদ্যামান, যাহার বাটসহ লম্বা অনুমান ২২.৫ সেন্টিমিটার, ব্যারেলের লম্বা অনুমান ১৭ সেন্টিমিটার, যাহার গুলি বিহীন লোহার পাতের তৈরী ম্যাগাজিন সংযুক্ত, ম্যাগাজিনের দৈর্ঘ্য অনুমান ১২.৪ সেন্টিমিটার উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) রিফাত আল আফসানী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বলাশপুর রেলক্রসিং এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলায় নাইম মিয়া (৩০) ও মিয়া (৩০) গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ)সোহেল রানা, ০২নং ফাড়ি এবং এএসআই রেজাউল করিম থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর সাজা বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় মোঃ আলম ও মোঃ ফরহাদ কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।